Site icon Jamuna Television

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাঠে মারা গেলেন গ্রিক ফুটবলার

প্রয়াত ফুটবলার আলেকসান্দ্রোস লাম্পিস। ছবি: সংগৃহীত

আবারও মাঠে প্রাণ গেল এক ফুটবলারের। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গ্রিসের তৃতীয় বিভাগের দল লিউপুলির মিডফিল্ডার আলেকসান্দ্রোস লাম্পিস পাড়ি জমান না ফেরার দেশে।

গত বুধবার (২ ফেব্রুয়ারি) এথেন্সের শহরতলীতে ফার্স্ট মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ঘটে এই দুর্ঘটনা।

আরও পড়ুন: করোনামুক্ত হয়ে মাঠে ফিরেই লজ্জার রেকর্ড গড়লেন আফ্রিদি

এরমিওনিদার বিপক্ষে ম্যাচের ৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন লাম্পিস। দ্রুততম সময়ের মধ্যে এই ২১ বছর বয়সী ফুটবলারকে দেয়া সম্ভব হয়নি প্রাথমিক চিকিৎসা। স্টেডিয়ামে ছিল না অ্যাম্বুলেন্সের সুবিধা। এছাড়া হৃদযন্ত্র পাম্প করার মেশিনও ছিল না সেই স্টেডিয়ামে। পরে লাম্পিস’কে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি প্রতিভাবান এই ফুটবলারকে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন পাকিস্তানি পেসার হাসনাইন

Exit mobile version