Site icon Jamuna Television

বিক্ষোভ দমাতে সেনাবাহিনী নামাবে না কানাডা

রাজধানী অটোয়াতে ট্রাক চালকদের বিক্ষোভ-আন্দোলন দমাতে এখনই সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই কানাডা সরকারের। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) একথা জানান।

ট্রুডো বলেন, পার্লামেন্টের আশপাশে ক্যাম্প করে অবস্থানকারীদের সরানোর কোনো অভিযোগ আসেনি। এছাড়া এ ধরনের সিদ্ধান্ত মোটেও সহজ সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরে যাওয়ার আহ্বানও জানান ট্রুডো।

গত কয়েকদিন ধরেই বাধ্যতামূলক ভ্যাকসিনগ্রহণ ও করোনা বিধিনিষেধ আরোপের প্রতিবাদে বিক্ষোভ চলছে কানাডায়।

/এডব্লিউ

Exit mobile version