Site icon Jamuna Television

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনার উপসর্গে মারা গেলেন মোট ৮০৬ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়- জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে কয়েকদিন আগে তারা সামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিভিন্ন সময়ে তারা মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের ফাতেমা খাতুন (৬৫), কালিগঞ্জের মনিকা (৪৫), আশাশুনির আনুলিয়ার আছিরুন বিবি (৬৫) ও শ্যামনগরের কামরুজ্জামান (৫৫)।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল প্রায় ৪৮ শতাংশ।

আরও পড়ুন: সিরাজগঞ্জে যুবদল নেতা খুনের ঘটনায় মামলা, ইউপি চেয়ারম্যানসহ আসামি ৮

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরার মানুষের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম দেখা যাচ্ছে। তিনি স্বাস্থ্যবিধি মানা ও টিকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

জেডআই/

Exit mobile version