Site icon Jamuna Television

আফগানিস্তানে খনি ধসে নিহত ১০

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বাগলান প্রদেশে একটি কয়লা খনি ধসে অন্তত ১০ শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (২ জানুয়ারি) রাতে নাহরিন জেলার চেনারাক খনিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

নাহরিন জেলার গভর্নর কারি মজিদ খনি ধসের ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, উদ্ধারকারী বাহিনীকে ওই এলাকায় পাঠানো হয়েছে। তারা খনিতে অনুসন্ধান চালাচ্ছেন। বশির আহমেদ নামক এক খনি শ্রমিক গণমাধ্যমকে জানান, অতি বর্ষণের কারণে খনিটি ধসে গেছে।

প্রসঙ্গত, আফগানিস্তানে খনি শ্রমিকের  মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও দেশটির বেশ কয়েকটি খনিতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে।

/এসএইচ

Exit mobile version