Site icon Jamuna Television

ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানালেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা

ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় ইতালির প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানালেন সার্জিও মাত্তারেলা। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

সার্জিও মাত্তারেলা বলেন, দেশের সংকটকালে দলীয় দ্বন্দ ভুলে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠনে একত্রে কাজ করতে হবে সবাইকে। করোনা পরবর্তীকালে দেশের অর্থনৈতিক উন্নতি সাধনই বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করেন তিনি।

আরও পড়ুন: ২ বছরে সাত বিয়ে, গ্যাং তৈরি করে স্বামীদের লুঠ করতেন নববধূ!

গেল সপ্তাহে আইনপ্রণেতাদের ১ হাজার ৯ ভোটের মধ্যে ৭৫৯ ভোট পেয়ে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন সার্জিও। তিনি দায়িত্ব পালন করবেন আগামী ৭ বছর। শুরুতে অনিচ্ছা প্রকাশ করলেও পরে দেশের পরিস্থিতি বিবেচনায় দায়িত্ব গ্রহণে রাজি হন প্রবীণ এ রাজনীতিক।

আরও পড়ুন: ইরানে সমকামিতার অভিযোগে দুই যুবকের ফাঁসি

Exit mobile version