Site icon Jamuna Television

রোনালদোর জন্মদিন উপলক্ষ্যে আসছে ‘সাত’ নামের বই’

ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর ৩৮তম জন্মদিন উপলক্ষ্যে ‘সাত’ নামের বই’র মোড়ক উন্মোচিত হলো। আরেফিন শিশিরের লেখা এই বইয়ের প্রকাশক বইসই প্রকাশনী।

সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি ও সংগঠক আবু হাসান চৌধুরি প্রিন্স উপস্থিত থেকে উন্মোচন করেন এই বইয়ের। বইটিতে সিআরসেভেনের কষ্টের অতীত থেকে তার সাফল্যের চাবিকাঠি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন লেখক। শুধু তাই নয় এই বইয়ে রোনালদোর অজানা কিছু তথ্য তুলে ধরতে লেখক যোগাযোগ রাখেন পর্তুগালেও।

ফুটবল সংশ্লিষ্টরা এমন বইগুলোকে স্বাগত জানাতে চান। একই সাথে আরও বেশি বেশি লেজেন্ডদের নিয়ে বাংলায় বই লেখা হলে দেশীয় ফুটবলে আগ্রহ বাড়বে বলে মনে করেন তারা।

Exit mobile version