Site icon Jamuna Television

দলের টানা ব্যর্থতার পরও টিকে গেলেন রুট

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড দলের টানা ব্যর্থতার পরও এবার ছাঁটাই হওয়া থেকে বেঁচে গেলেন অধিনায়ক জো রুট। সেই সাথে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস।

অ্যাশেজ ভরাডুবির সাথে ২০২১ সালে রেকর্ড ৯টি টেস্ট হেরেছে ইংল্যান্ড দল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের শুরু করা ছাঁটাই কার্যক্রমে পদ হারিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম থর্প, হেড কোচ ক্রিস সিল্ভারউড এবং ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলস। স্ট্রাউস বলেছেন, জো রুটের সাথে কথা বলেছি। দলকে সামনের দিকে এগিয়ে নেয়ার ব্যাপারে নেতৃত্বদানে তার প্রতিজ্ঞা ও সংকল্প সম্পর্কে জেনেছি।

দলের ব্যর্থতার মাঝেও দারুণ ফর্মে ছিলেন ব্যাটার রুট। এক ক্যালেন্ডার বর্ষে ১৭০০ রান অতিক্রম করা তৃতীয় ব্যাটার হয়েছেন তিনি। উইন্ডিজ সফরে আপাতত অধিনায়ক হিসেবেই দলে থাকবেন তিনি।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ জেতানো ল্যাঙ্গারের পদত্যাগ

Exit mobile version