Site icon Jamuna Television

অস্ট্রেলীয় দূতাবাসে নারীদের টয়লেটে গোপন ক্যামেরা! গ্রেফতার ১

অভিযুক্ত বাঙ্ক থামসংসানা। ছবি: সংগ্রিহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অস্ট্রেলিয়ার দূতাবাসে নারীদের টয়লেটে গোপন ক্যামেরা বসানোর দায়ে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতর শনিবার (৫ ফেব্রুয়ারি) এ খবর জানানো হয়েছে। গত ৬ জানুয়ারি নারীদের টয়লেটের মেঝেতে এসডি কার্ড পাওয়ার পরে বিষয়টি দূতাবাস কর্তৃপক্ষের নজরে আসে বলে জানিয়েছে থাইল্যান্ড পুলিশ। এই ঘটনার জানার পর ওই দূতাবাসের নারী কর্মীরা আতঙ্কে আছে। তারা নিজেদেরকে অনিরাপদ মনে করছে এবং
ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে হুমকির মধ্যে সময় পার করছে।

আটক ওই ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক এবং ব্যাংককের অস্ট্রেলীয় দূতাবাসেরই সাবেক কর্মী। দূতাবাসে নারীদের টয়লেটে বসানো একাধিক গোপন ক্যামেরা পাওয়ার পরে তদন্তে নেমে তাকে থাইল্যান্ডের পুলিশই গ্রেফতার করে বলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতর জানিয়েছে।

রয়্যাল থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, গত ৬ জানুয়ারি মহিলাদের শৌচাগারের মেঝেতে এসডি কার্ড মেলার পরে বিষয়টি নজরে আসে। দূতাবাস কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ জানালে তদন্ত শুরু হয়। সেই সূত্রেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

সূত্র: এবিসি নিউজ।
এনবি/

Exit mobile version