Site icon Jamuna Television

১০০ শয্যা করতে বোয়ালমারী হাসপাতালে নতুন ভবন উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণে পাঁচতলা ভবন উদ্বোধন করা
হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। এতে বক্তব্য দেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক সেলিনা হোসেন, ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান, পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম, শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা. গোলাম কবির প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২১ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা নতুন ভবনটি ফরিদপুর জেলার মধ্যে উপজেলা পর্যায়ে প্রথম। এর ফলে স্থানীয়ভাবে স্বাস্থ্য সেবার মান অধিকতর উন্নত হবে। এতে বোয়ালমারীর আশপাশের উপজেলাগুলোও জরুরি স্বাস্থ্য সেবার আওতায় আসবে। এই ভবন নির্মানের ফলে হাসপাতালটি থেকে ১০০ শয্যার বেড, কেবিন, অপারেশন থিয়েটার, এক্সরে, প্যাথলজিসহ রোগিরা বহির্বিভাগ, অন্তঃবিভাগ ও জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা পাবেন।

জেডআই/

Exit mobile version