বিক্ষোভ সমাবেশে বক্তারা। ইনসেটে নিহত সেনা সদস্য হাবিবুর রহমান।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
জেএসএস (মূল) কর্তৃক সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের হোটেল হিলবার্ড চত্বর থেকে একটি বিক্ষোভ
মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়।
এ সময় কাজী মজিব বলেন, সন্তু লারমার মদদপুষ্ট জেএসএস (মূল) সন্ত্রাসীরা বান্দরবানের রুমায় সেনা টহল এর উপর গুলিবর্ষণ করে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে হত্যা করে। এতে তাদের আরেক সৈনিক ফয়েজ গুলিবিদ্ধ হয়। এটি রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি ও হতাশাজনক উল্লেখ করে তিনি সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা দেন তিনি।
কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলার সহ সভাপতি (অব.) ক্যাপ্টেন তারু মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- সহ সভাপতি এম রুহুল আমিন, নুরুল আলম, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীনসহ নেতাকর্মী, স্থানীয় জনগণ ও সাংবাদিকরা। পরে নিহত সেনা সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন নেতারা।
জেডআই/
Leave a reply