Site icon Jamuna Television

জ্বলন্ত গাড়ি থেকে নাটকীয় কায়দায় উদ্ধার হলো কুকুর (ভিডিও)

ছবি: সংগৃহীত

জ্বলন্ত গাড়ি থেকে নাটকীয় কায়দায় উদ্ধার করা হলো পোষা কুকুর। ডগলাস কাউন্টির ডেপুটি মাইকেল গ্রেগোরেকের বীরত্বপূর্ণ প্রচেষ্টায় প্রাণে বেঁচে যায় পোষ্যটি। গত ২২ জানুয়ারি ঘটে এই ঘটনা।

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে কুকুর উদ্ধারের এই ঘটনা সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাঝ রাস্তায় আকস্মিক আগুন লেগে যায় গাড়িটিতে। এতে ভেতরে আটকা পরে পোষ্য কুকুর হ্যাংক। হঠাৎ সেখানে হাজির হয় টহলরত পুলিশের একটি দল। এক পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে পোষ্য উদ্ধারে গাড়ির কাচ ভেঙে ফেলেন পুলিশ কর্মকর্তা গ্রেগোরেক। ধোয়াচ্ছন্ন গাড়ি থেকে বের করে আনা হয় কুকুরটিকে। তবে গাড়িটিতে আগুন লাগার কারণ জানায়নি পুলিশ।

কুকুর উদ্ধারের ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

ডগলাস কাউন্টি শেরিফের ডেপুটি মাইকেল গ্রেগোরেক জানান, সেখানে পৌঁছে দেখতে পাই, গাড়ি ও পোষ্যটির মালিক উদ্ধারকার্য প্রায় ছেড়েই দিয়েছে। সে মুহূর্তে আমার মনে হয়েছিল, যাই ঘটুক না কেন, ওকে উদ্ধার করতেই হবে।

আরও পড়ুন: ফজরের নামাজে সিজদারত অবস্থায় আইনজীবীর মৃত্যু

এম ই/

Exit mobile version