Site icon Jamuna Television

দাদির সাথে বেড়াতে গিয়েছিল ইয়াসিন, টয়লেটের স্ল্যাবে মিললো গলাকাটা লাশ

বরিশাল ব্যুরো:

বরিশালে দাদির সাথে বেড়াতে গিয়ে খুন হয়েছে এক শিশু। নিখোঁজের একদিন পর গলাকাটা অবস্থায় পরিত্যক্ত একটি টয়লেটের স্লাবের ওপর পাওয়া গেছে ইয়াসিন নামের ওই শিশুর মরদেহ। এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।

ছয়দিন আগে বরিশালের রূপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় দাদির সাথে তার বোনের বাড়ি বেড়াতে যায় ৯ বছরের ইয়াসিন। শুক্রবার থেকে হঠাৎ নিখোঁজ হলে ইয়াসিনের সন্ধানে চলে মাইকিংও। পরে আজ সকালে শহরের রেডিও সেন্টারের পেছনের দেয়ালের কাছে পাওয়া যায় তার গলাকাটা লাশ।

দাদি শিরিন বেগমের সাথে বরগুনার ফুলঝুড়ি গ্রামে থাকতো শিশুটি। মা সৌদি প্রবাসী। সিএনজি চালক বাবা দ্বিতীয় স্ত্রীর সাথে থাকেন ঢাকায়। ছেলে নিখোঁজের খবরে বরিশালে পৌঁছেন তিনিও।

বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করীম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইয়াসিনের দাদির বোন আলেয়া বেগম, তার স্বামী সিরাজুল ইসলাম ও ছেলে আল আমিনকে আটক করেছে পুলিশ। হত্যার মোটিভ জানতে তদন্ত চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

/এডব্লিউ

Exit mobile version