‘প্রশাসনকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে সিল দেয়া হবে’, কুমিল্লার বুড়িচং উপজেলার ৮নং ভারেল্লা উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবদুর রহমান রবের এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল। আর এতে তোলপাড় শুরু হয়েছে নির্বাচনী এলাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত বুধবার (২ ফেব্রুয়ারি) নির্বাচনী পথসভায় কুমিল্লার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজারে এসব কথা বলেন তিনি। তিনি এর আগেও তিনবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে কুমিল্লার দুই উপজেলায় ২৩ ইউপিতে ৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ। তবে প্রার্থীদের এমন উত্তেজনাকর বক্তব্যে ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে বলে মনে করেন সচেতন মহল। আর এতে শঙ্কিত সাধারণ ভোটারা। এ বিষয়ে বক্তব্য জানার জন্য আবদুর রহমান রবের কাছে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: দাদির সাথে বেড়াতে গিয়েছিল ইয়াসিন, টয়লেটের স্ল্যাবে মিললো গলাকাটা লাশ
জেডআই/

