Site icon Jamuna Television

নিরাপত্তা বেষ্টনীর ফাঁক গলে যুক্তরাষ্ট্রের পেন্টাগনে প্রবেশ, আটক এক মুরগি

পেন্টাগনে আটক সেই মুরগি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একটি নিরাপত্তা এলাকায় ঢুকে পড়ায় একটি মুরগিকে আটক করা হয়েছে।পেন্টাগনের নিরাপত্তার ফাঁক গলে ঢুকে পড়েছিল ওই মুরগি। তা নিয়েই তুমুল হইচই পড়ে যায়।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত সদর দফতর পেন্টাগন এবং তার আশপাশের এলাকা নিরাপত্তার বেষ্টনীতে মোড়া। কাক-পক্ষীও সেই নিরাপত্তার নজর এড়িয়ে ঢুকে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। যে নিরাপত্তার বেষ্টনীকে কোনও মানুষ ভাঙতে পারে না, আশ্চর্যজনকভাবে সেই বেষ্টনীকেই বুড়ো আঙুল দেখিয়ে একটি মুরগি দিব্যি পেন্টাগনের পরিসরে ঢুকে পড়ায় শোরগোল পড়ে যায়।

জানা গেছে, আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত সদর কার্যালয়ের সামনে থেকে সেই মুরগি আটক করার পর একটি প্রাণী সংস্থার হাতে তুলে দেওয়া হয় ‘আসামি’ ওই মুরগিকে। মুরগিটির একটি ‘হেনি পেনি’ নাম দিয়েছে পেন্টাগনের কর্মীরা।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন- জ্বলন্ত গাড়ি থেকে নাটকীয় কায়দায় উদ্ধার হলো কুকুর (ভিডিও)
এনবি/

Exit mobile version