Site icon Jamuna Television

হুমা কুরেশির সঙ্গে পরমব্রত, নিয়ে আসছেন ‘মিথ্যা’

বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের সঙ্গে ‘আরণ্যক’ সিরিজে জুটি বাঁধার পর এবার বলিউড অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে জুটি বাঁধলেন টালিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সিরিজের নাম ‘মিথ্যা’।

ইদানিং ওয়েব প্ল্যাটফর্মে থ্রিলার সিরিজের সংখ্যাই সবচেয়ে বেশি। বলিউড হোক কিংবা টলিউড সব জায়গায়ই একের পর এক মুক্তি পাচ্ছে থ্রিলারধর্মী সিরিজ। তাই তো দর্শকদের চাহিদা মেটাতে পরিচালকরা তৈরি করছে একের পর এক রহস্যময় সিনেমা ও সিরিজ। সেই তালিকাতেই এবার ঢুকে পড়লো পরম, হুমা ও অবন্তিকার ‘মিথ্যা’।

তবে এখানেই চমকের শেষ নয়। এই সিরিজ থেকেই অভিনয় জীবনে পা রাখছেন টালিউড অভিনেত্রী ভাগশ্রীর মেয়ে অবন্তিকা দাসানি। যেটি পরিচালনা করেছেন রোহন সিপ্পি। সিরিজটি হতে যাচ্ছে থ্রিলার কেন্দ্রিক একটি ওয়েব সিরিজ।

কলেজেপড়ুয়া এক ছাত্রী ও অধ্যাপিকাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিরিজের গল্প। ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন অবন্তিকা ও অন্যদিকে অধ্যাপিকার চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে।

একটি খুনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিরিজের প্লট। সিরিজে পরমব্রত ও হুমা কুরেশির পাশপাশি দেখা যাবে রজিত কাপুর এবং সমীর সোনিকে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘চিট’ সিরিজের হিন্দি অ্যাডাপটেশন হলো ‘মিথ্যা’। আর সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ১৮ ফেব্রুয়ারি।

/এডব্লিউ

Exit mobile version