Site icon Jamuna Television

পারফরমেন্সে নয়, ‘কাঁচা বাদাম’ গেয়ে আলোচনায় লেগস্পিনার লিখন

যুবায়ের হোসেন লিখন।

‘কাঁচা বাদাম’ গান গেয়ে নজর কেড়েছেন লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন। সিলেট সানরাইজার্সের এই ক্রিকেটার এবার বিপিএলে বলার মতো কোনো পারফর্ম করতে পারেননি। সঙ্কটে থাকা দলের সতীর্থদের অনুপ্রেরণা দিতে টিম বাসে গান গেয়ে মন কেড়েছেন এখন পর্যন্ত একটি ম্যাচে সুযোগ পাওয়া এই ক্রিকেটার।

আট বছর আগে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল সম্ভাবনাময় লেগস্পিনার জুবায়ের হোসেন লিখনের। খেলেছেন টেস্ট এবং ওয়ানডেও। কিন্তু, গত ৬ বছরে একেবারেই খুঁজে পাওয়া যায়নি তাকে। সেই লিখন এবারের আসরে সিলেট সানরাইজার্সের হয়ে খেলছেন। মাঠ কাঁপাতে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে নজর কেড়েছেন এই লেগস্পিনার।

‘কাঁচা বাদাম’ গানটি মূলত গেয়েছিলেন পশ্চিম বঙ্গের এক বাদাম বিক্রেতা, যার নাম ভুবনেশ্বর কুমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল তার এই গান। এরপর থেকেই ছোট বড় সবার মুখেই শোনা যায় গানটি।

আরও পড়ুন: মাঝপথেই বিপিএল ছেড়ে যাচ্ছেন আন্দ্রে রাসেল!

Exit mobile version