Site icon Jamuna Television

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইছাহাক আলী

জয়পুরহাট প্রতিনিধি: 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যপাড়া এলাকায় মাদ্রাসা পড়ুয়া ১২ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইছাহাক আলী নামে ষাটোর্ধ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক জাহিদুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে অধিনায়ক জাহিদুল ইসলাম জানান, স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার ওই শিক্ষার্থীর বাবা পেশায় একজন ভ্যানচালক, আর মা শ্রমিকদের ভাত রান্নার কাজ করেন। গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ওই শিক্ষার্থীকে বাড়িতে একা রেখে বাবা-মা কাজে গেলে অভিযুক্ত ইছাহাক তাকে একা পেয়ে নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 

এসময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় থানায় মামলার পর বিষয়টি র‍্যাবের নজরে আসলে উপজেলার শিশি নাজিরপাড়া এলাকা থেকে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

/এসএইচ 

Exit mobile version