Site icon Jamuna Television

দর্শকশূন্য ইডেন গার্ডেনে হবে ভারত-উইন্ডিজ সিরিজ: সৌরভ গাঙ্গুলি

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

দর্শকশূন্য ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

প্রথমে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি মিললেও করোনা পরিস্থিতির অবনতির কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই। সৌরভ গাঙ্গুলি জানান, আহমেদাবাদে ওয়ানডে সিরিজের মতো কলকাতায়ও থাকছে না সাধারণ দর্শকদের প্রবেশাধিকার।

আরও পড়ুন: ভারতীয় স্কোয়াডের ৭ জন করোনায় আক্রান্ত

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ভারতের স্কোয়াডের ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ৪ জন ক্রিকেটার ও ৩ জন সাপোর্টিং স্টাফ। গত বুধবার (২ ফেব্রুয়ারি) করোনা টেস্টে পজেটিভ হওয়ার এই খবরে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে বিসিসিআইকে। তবে সিএবি কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি থাকছে বলে জানান সৌরভ গাঙ্গুলি।

আরও পড়ুন: কোহলির পর টেস্ট অধিনায়ক কে? যা বললেন গাঙ্গুলি

Exit mobile version