Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনা; দক্ষিণ আফ্রিকায় ২ বাংলাদেশির মৃত্যু

ছবি: প্রতীকী

দক্ষিণ আফ্রিকার পৃথক সড়ক দুর্ঘটনায় সিলেট জেলার জুয়েল আহমদ ও আকবর উদ্দিন নামে ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের কিম্বার্লি শহরে দোকানের জন্য মালামাল কিনতে গিয়ে হার্টজোবিল এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন জুয়েল আহমেদ।

এরপর স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় ভোর আনুমানিক ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত জুয়েল আহমদ সিলেটের জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ ইউনিয়নের পিরেরচক গ্রামের উনু মিয়ার ছেলে।

অন্যদিকে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রদেশের আপিংটন রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আকবর উদ্দিন নামে আরও এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত আকবর উদ্দিন সিলেটের বাসিন্দা বলে জানা গেছে।
আরও পড়ুন-৩৫০ টাকায় কেনা ছবির দাম উঠেছে ৮০ কোটি, ৪৩০ কোটি চাচ্ছেন বৃদ্ধা!
এনবি/

Exit mobile version