Site icon Jamuna Television

আজকের মতো শেষ, কাল সকালে আবার আন্দোলন

আগামীকাল সকাল ১০টায় আবারও বিক্ষোভ-অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে রাত সাড়ে আটটা পর্যন্ত তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যায়।

বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মিছিল ও সমাবেশ করে আন্দোলনকারীরা। তারা বলছেন, কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সকালে আন্দোলনকারীদের একটি অংশ কর্মসূচি পালন করলেও বিকেলে যোগ দেন সবাই। তারা গতকাল জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেয়া বক্তব্যের নিন্দা জানান। বেধে দেয়া সময়ে তার বক্তব্য প্রত্যাহার না করায় কুশপুত্তলিকা পোড়ানো হয়।

গতকাল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ৭ মে পর্যন্ত স্থগিত থাকবে আন্দোলন। এ সময়ে বিদ্যমান কোটা ব্যবস্থা পর্যালোচনা করবে সরকার। কিন্তু আজ বিকেলে সে অবস্থান থেকে সরে আসলেন আন্দোলনকারীরা।

Exit mobile version