Site icon Jamuna Television

সকল চেষ্টার পরেও বাঁচানো গেলো না কুয়ায় পড়ে যাওয়া শিশু রায়ানকে

ছবি: সংগৃহীত

সকল চেষ্টার পরও বাঁচানো গেলো না মরক্কোয় গভীর কুয়ায় পড়ে যাওয়া শিশু রায়ানকে। টানা চার দিনের শ্বাসরুদ্ধকর অভিযানের পর শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাকে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১০৪ ফুট গভীর কুয়ায় পড়ে যায় ৫ বছরের শিশুটি। এরপরই তাকে বের করে আনতে অভিযানে নামে উদ্ধারকর্মীরা। সরু কূপের ভেতরে যাওয়া সম্ভব না হওয়ায় পাশেই সমান গভীরতায় গর্ত খোঁড়া শুরু করে উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন: নিরাপত্তা বেষ্টনীর ফাঁক গলে যুক্তরাষ্ট্রের পেন্টাগনে প্রবেশ, আটক এক মুরগি

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) কুয়ার ভেতর একটি ক্যামেরা পাঠিয়ে দেখা যায় জীবিত আছে রায়ান। তবে মাথায় আঘাতের চিহ্ন ছিল। কুয়ার ভেতর অক্সিজেন, খাবার ও পানি পাঠিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছিল। শনিবার রায়ানের খুব কাছাকাছি পৌঁছেও যায় উদ্ধারকারীরা। তবে তাকে জীবিত বের করে আনা সম্ভব হয়নি। রায়ানের মৃত্যুতে শোক জানিয়েছেন মরক্কোর বাদশাহ মোহাম্মদ।

/এনএএস

Exit mobile version