Site icon Jamuna Television

আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেলে ঢাবি উপাচার্য

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রাত নয়টার পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন তিনি। চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, কারো উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সে বিষয়েও উদ্যোগ নেবে। উপাচার্যের বাসভবনে হামলায় মামলা হবে কি না এ বিষয়ে উপাচার্য সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। নিরপরাধ কেউ শাস্তি পাবে না বলেও আশ্বাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য।

Exit mobile version