Site icon Jamuna Television

ষোড়শ সংশোধনী ইস্যুতে সংসদে প্রস্তাব পাস

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং তার কিছু পর্যবেক্ষণের বিষয়ে আইনি পদক্ষেপ নিতে জাতীয় সংসদে প্রস্তাব পাস হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে রায় রাষ্ট্রপতিকে, জাতীয় সংসদ ও মহান নেতা শেখ মুজিবকে হেয় করেছে তা কারো কাছে গ্রহণযোগ্যতা পায়নি। আপিল বিভাগ সংবিধান সংশোধন করতে পারে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি বলতে পারেন না যে রায়ের মাধ্যমে মূল সংবিধানে ফিরে যাওয়া হয়েছে। বরং এই রায় অবৈধভাবে ক্ষমতাদখলকারীদের খুশি করেছে। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইনী পদক্ষেপ নিতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

Exit mobile version