Site icon Jamuna Television

রেকর্ডিং বন্ধ রেখে টেস্ট ক্রিকেট দেখতে যেতেন লতা

সিনেমা দেখতে ভীষণ পছন্দ করতেন লতা মঙ্গেশকর। তার পছন্দের হলিউডি চলচ্চিত্র ছিল দি কিং অ্যান্ড আই। এই ছবিটি নাকি তিনি ১৫ বার দেখেছেন। এছাড়া ক্রিকেটের প্রতিও অন্ধ ভালোবাসা ছিল লতার। বিবিসির খবর থেকে জানা যায়, প্রায়ই তিনি গানের রেকর্ডিং রেখে টেস্ট ম্যাচ দেখতে চলে যেতেন। কিংবদন্তি ক্রিকেটার ডন ব্রাডম্যানের স্বাক্ষর করা একটি ছবি নিয়ে তিনি প্রায়ই গর্ব করতেন।

লতার আরও একটি পছন্দের জিনিস গাড়ি। বিভিন্ন সময় তিনি ধূসর রঙের হিলম্যান এবং নীল শেভ্রোলেট গাড়ি ব্যবহার করেছেন। ক্রাইসেলার এবং মার্সিডিজও ব্যবহার করেছেন লতা।

শুধু গাড়ি নয়, পশুপাখির প্রতিও আলাদা টান ছিল লতা মঙ্গেশকরের। বাড়িতে অন্তত নয়টি কুকুর পুষতেন তিনি। পছন্দ করতেন রান্না করতে। ক্যামেরা দিয়ে ছবি তুলতেও পছন্দ করতেন এই শিল্পী। যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে সারারাত স্লট মেশিনে খেলতেন তিনি। এটাও নাকি তার খুব পছন্দের খেলা ছিল।

তিনি মোজার্ট, বিথোভেন, চোপিন, নাট কিং কোল, বিটলস, বারব্রা স্ট্রেইস্যান্ড এবং হ্যারি বেলাফন্টের গান শুনতে পছন্দ করতেন। মঞ্চে মার্লিন ডিয়েট্রিচের কনসার্ট দেখতে গিয়েছিলেন তিনি এবং ইনগ্রিড বার্গম্যানের থিয়েটার দেখতেও ভালোবাসতেন লতা।

মঙ্গেশকরকে প্রায়ই দেখা যেতো তার বন্ধু সেতার মাস্টার রবি শঙ্করের স্টুডিওতে। যেখানে তিনি জর্জ হ্যারিসনের সঙ্গে আড্ডা দিতেন। ১৯৭৯ সালে তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি রয়্যাল আলবার্ট হলে ওরেন অর্কেস্ট্রার সঙ্গে সঙ্গীতানুষ্ঠান করেছেন। আড্ডা দিতেও ভালোবাসতেন এই চিরকিশোরী। লতা বলতেন, আনন্দ হলো সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার, আর দুঃখ হলো নিজের ভেতরে চেপে রাখার জিনিস।

/এডব্লিউ

Exit mobile version