Site icon Jamuna Television

জামানত ছাড়া ঋণের দাবি ক্ষুদ্র ব্যবসায়ীদের

অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সবচেয়ে বেশি অবদান রাখছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। কিন্তু সরকারের অর্থায়নের দিক থেকে সবচেয়ে পিছিয়ে এ খাত। তাই জামানত ছাড়াই ঋণ প্রকল্প চালু করার দাবি ব্যবসায়ীদের। সকালে সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স।

রোববার (৬ ফেব্রুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও, তা বাস্তবায়ন করতে পারেনি সরকার। অর্থায়নের সংকট মেটাতে এসএমই বন্ড চালুর পরামর্শও দেন তারা।

বক্তারা বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার পর রফতানিতে নতুন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। তাই এখন থেকে অর্থনৈতিক কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর্পোরেট কর হার কমিয়ে আনার দাবিও জানান তারা। রফতানি বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ ওপর জোর দেওয়ার পরামর্শ দেন চেম্বার নেতারা।

/এডব্লিউ

Exit mobile version