Site icon Jamuna Television

গাঁজাসহ নরসিংদীতে জোড়া খুনের দুই আসামি গ্রেফতার

জোড়া খুনের মামলায় গ্রেফতারকৃত দুই আসামি।

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর শিবপুরে জোড়া খুন মামলার দুই আসামিকে গাঁজাসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১। রোববার (৬ ফেব্রুয়ারি) ভোরে রায়পুরা উপজেলার দৌলতকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে নরসিংদী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা এই তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- রায়পুরার হাসিমপুর কলাবাড়িয়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে মো. উমেদ আলী (৩৫) ও মাধবদী থানার নওপাড়া ভগিরথপুর এলাকার মৃত ফিরোজ মেম্বার এর ছেলে মো. আকরাম হোসেন (৩৪)।

র‍্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, শিবপুরের শ্রীফুলিয়ায় জোড়া খুনের ঘটনার পর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নামে র‍্যাব। পরে এ মামলার অন্যতম মূল আসামি উমেদ আলী ও তার মাদক ব্যবসার সহযোগী আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব।

মাদক ব্যবসাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা, সংবাদ সম্মেলনে এমনটি জানান র‍্যাব ১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।

আরও পড়ুন: বেড়াতে গিয়ে স্বামীর সামনেই গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

এর আগে গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝোপ থেকে বিছানার চাদরে মোড়ানো অবস্থায় দু’জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা পেশায় গাড়ি চালক দু’জনের পরিচয় শনাক্ত করে।

এই হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওইদিন রাতেই সোহেল ও বিল্লাল হোসেন আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

এসজেড/

Exit mobile version