Site icon Jamuna Television

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত

কোটা পদ্ধতি সংস্কারসহ ৫ দফা দাবিতে আজ আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে প্রথমে টিএসসিতে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

পরে সেখানে মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন তারা। সেখান থেকে আবার টিএসসিতে এসে বিক্ষোভ কেন শিক্ষার্থীরা।

এসময় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। পাশাপাশি সুফিয়া কামাল হলে ছাত্রী নির্যাতনেরও প্রতিবাদ জানানো হয়। কর্মসূচিতে আশপাশের বিভিন্ন বিশ্বিবদ্যালয় থেকেও শিক্ষার্থীরা জড়ো হয়েছেন।

এদিকে রাজধানীর পান্থপথ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

অপরদিকে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কোটা সংস্কারের আন্দোলনে অংশগ্রহণ করেছে।

Exit mobile version