Site icon Jamuna Television

হ্যারি কেইনের জোড়া গোলে ব্রাইটনকে হারালো টটেনহাম

ছবি: সংগৃহীত

এফএ কাপের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে টটেনহাম। হ্যারি কেইনের জোড়া গোলে ৩-১ গোলে ব্রাইটনকে হারিয়েছে আন্তোনিও কন্তের দল।

এই মৌসুমে প্রথমবারের মতো ব্রাইটনের মুখোমুখি হওয়ার ম্যাচে পুরো শক্তির দল মাঠে নামান কন্তে। মূলত সন হিয়ুং মিন ও হ্যারি কেইনের দারুণ পারফরমেন্সেই ম্যাচ জেতে টটেনহাম। ১৩ মিনিটে বক্সের বাইরে থেকে করা দুর্দান্ত গোলে হ্যারি কেইন লিড এনে দেন টটেনহামকে। ২৪ মিনিটে স্পার্সদের লিড দ্বিগুণ হয় আত্মঘাতী গোলে। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহাম।

আরও পড়ুন: জোড়া গোল করে ডার্বিতে মিলানকে জেতালেন জিরু

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্রাইটন। ৬৩ মিনিটে বিসৌমার দারুণ এক গোলে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি করে ব্রাইটন। এর মাত্র ৩ মিনিট পর কেইনের আরেক গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে রাউন্ড অব সিক্সটিনে পা রাখে টটেনহাম।

আরও পড়ুন: মিউনিখ ট্র্যাজেডি: আজ ‘বাসবি বেবস’দের স্মরণের দিন

Exit mobile version