Site icon Jamuna Television

কানাডায় ট্রাক চালকদের বিক্ষোভে যুক্তরাষ্ট্র থেকে অর্থায়নের অভিযোগ

ছবি: সংগৃহীত

কানাডায় ট্রাক চালকদের বিক্ষোভে যুক্তরাষ্ট্র থেকে অর্থায়নের অভিযোগ উঠেছে। এরই মধ্যে বিষয়টি খতিয়ে দেখছে ফ্লোরিডা কর্তৃপক্ষ। গত শনিবার (৫ ফেব্রুয়ারি) এ কথা জানান ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন দে সান্তিস। তিনি বলেন, অভিযোগের তদন্ত শুরু করেছে প্রশাসন। কোনো সত্যতা মিললে সেক্ষেত্রে নেয়া হবে যথাযথ পদক্ষেপ।

এর আগে, ‘গো ফান্ড মি’ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে কানাডার আন্দোলনকারীদের ৯০ লাখ মার্কিন ডলার অর্থায়নের বিষয়টি সামনে আসে। পরে পেইজটি মুছে ফেলা হয়। এরপর থেকে কানাডায় ভ্যাকসিনবিরোধী আন্দোলনে মার্কিনী ইন্ধনের জোর গুঞ্জন শুরু হয়। এদিকে, শনিবারও কানাডার বিভিন্ন শহরে বিক্ষোভ করে চালকরা।

তবে একে বিভ্রান্তিকর তথ্য বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। কংগ্রেসম্যান মারজরি টেলর গ্রিন ষড়যন্ত্র তত্ত্বের সাহায্যে এসব অভিযোগকে অস্বীকারের চেষ্টা চালিয়ে বলেন, কিছু কর্পোরেট কম্যুনিস্ট আর বড় প্রযুক্ত কোম্পানি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করতে পারে। তাদেরকে আইনের আওতায় আনা উচিত।

আরও পড়ুন: ডিজের আওয়াজে শোনা যায়নি ট্রেনের হুইসেল, নিহত ২

Exit mobile version