Site icon Jamuna Television

মাঠে খেলা করায় শিশুদের কান ধরে ওঠবস: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

কলাবাগানে খেলতে চাওয়ায় শিশুদের কান ধরে ওঠবস করার ঘটনায় যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর কলাবাগান থানার এসআই নয়ন সাহা ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন যমুনা টেলিভিশনকে জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে ধানমন্ডি জোনের এডিসি এহসানুল ফেরদৌসকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে  অভিযুক্তদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

৩১ জানুয়ারি মাঠ দখল হয়ে যাওয়ার পর সেখানে দিনের বেলায় প্রতিবাদ করে কিছু শিশু-কিশোর। পুলিশের নির্দেশ সত্ত্বেও তারা ওই দিন খেলা থামায়নি। পরে রাতের অন্ধকারে তাদের ধরে আনে পুলিশ। প্রকাশ্যে ৩-৪ জনকে কান ধরিয়ে ওঠবস করায় তারা।

কলাবাগানের তেঁতুলতলার এই মাঠ শুধু খেলার মাঠ না, ঈদের সময় এখানে স্থানীয়দের জামাত অনুষ্ঠিত হয়। এমনকি এলাকার কেউ মারা গেলেও তার জানাজা হয় ছোট এই মাঠে।

ইউএইচ/

Exit mobile version