Site icon Jamuna Television

ইউক্রেন আক্রমণের ৭০ ভাগ প্রস্তুতি সেরেছে রাশিয়া, দাবি হোয়াইট হাউজের

ছবি: সংগৃহীত

ইউক্রেনে আক্রমণ চালাতে ৭০ ভাগ প্রস্তুতি সেরে ফেলেছে রাশিয়া। রোববার (৬ ফেব্রুয়ারি) এ দাবি জানায় হোয়াইট হাউজ। শঙ্কা জানিয়েছে পেন্টাগন বলেছে, চলতি মাসের মাঝামাঝি যেকোনো সময় হামলা চালাতে পারে পুতিন সরকার।

হোয়াইট হাউজ জানিয়েছে, এ মাসের মধ্যভাগ থেকেই ইউক্রেনে সম্পূর্ণরূপে আক্রমণ চালানোর সুযোগ পুতিনকে করে দেয়ার জন্যই সৈন্য মোতায়েনের সিংহভাগ কাজ সম্পন্ন করেছে রাশিয়া। অবশ্য, এ অভিযোগের কোনো উপযুক্ত তথ্য প্রমাণ নেই, এমনটা জানিয়েছে বিবিসি। এদিকে, রুশ আগ্রাসন ঠেকাতে পোল্যান্ডে পৌঁছেছে প্রথম মার্কিন সেনা বহর। মূলত, পূর্ব ইউরোপে ন্যাটো মিত্রদের শক্তিশালী করার লক্ষ্যেই তাদের সেখানে মোতায়েন করা হয়েছে বলে জানায় পেন্টাগন।

গত বুধবার, পূর্ব ইউরোপে আরও তিন হাজার সেনা মোতায়েনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, কোনো কিছুর তোয়াক্কা না করে বেলারুশের সাথে যৌথ মহড়া চালাচ্ছে পুতিন সরকার।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিরুদ্ধে একজোট হয়ে কাজ করবে মস্কো ও বেইজিং

Exit mobile version