Site icon Jamuna Television

শাবিপ্রবিতে নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভিন

অধ্যাপক আমিনা পারভিন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন। এই পদ থেকে অপসারণ করা হয়েছে অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমেদকে।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অসুস্থতাজনিত কারণে অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমেদকে শাবিপ্রবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভিনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: উপাচার্যের পদত্যাগের দাবিতে শাবিপ্রবিতে মশাল মিছিল

২০২১ সালের ২ মার্চ শাবিপ্রবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পান অধ্যাপক জহির। এর আগে, ২০১৭ সালের ১৭ এপ্রিল থেকে ২০২০ এর ১৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন: ৭ দিন পর অনশন ভাঙলেন শাবিপ্রবির আন্দোলনকারীরা

Exit mobile version