Site icon Jamuna Television

আড়াইহাজারে ধর্ষণের শিকার ৬ বছরের শিশু, অভিযুক্ত পলাতক

প্রতীকী ছবি

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছয় বছরের এক শিশু কন্যাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে এক যুবক। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক মো. সাকেল (২২) পলাতক রয়েছে।

এ ঘটনায় রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই শিশু কন্যার মা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি মো. আনিচুর রহমান মোল্লা।

ধর্ষণের শিকার শিশুর পরিবার ও পুলিশ জানায়, শনিবার বিকেলে শিশুটি তাদের বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় একই এলাকার যুবক মো. সাকেল শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে নিয়ে দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সে। ঐ সময় শিশুটির চিৎকারে সাকেল পালিয়ে যায়। পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে এসে তার মাকে বিষয়টি অবহিত করে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের একদিন পর ঘটনাটি আমাদেরকে জানানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত যুবক সাকেলকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জেডআই/

Exit mobile version