Site icon Jamuna Television

স্থায়ী জামিন পেলেন শবনম ফারিয়া

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী শবনম ফারিয়ার স্থায়ী জামিন দিয়েছেন আদালত।

রোববার (৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শবনম ফারিয়া। শুনানি শেষে আদালত শবনম ফারিয়ার স্থায়ী জামিন মঞ্জুর করেন। গত ১৩ ডিসেম্বর শবনম ফারিয়ার আট সপ্তাহের জামিন পেয়েছিলেন হাইকোর্ট।

গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তার অভিযোগ ছিল, আসামিরা তার তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছেন। তার টাকা তিনি এখনও উদ্ধার করতে পারেননি।

/এডব্লিউ

Exit mobile version