Site icon Jamuna Television

কমনওয়েলথ গেমসে এবার শাকিলের রুপা

আব্দল্লাহ হেল বাকির পর গোল্ডকোস্ট কমনওয়েলথ গেইমসে বাংলাদেশের দ্বিতীয় পদকও এসেছে শ্যুটিং থেকে। ৫০ মিটার এয়ারপিস্তল ইভেন্টে রৌপ্য জিতেছেন শাকিল আহমেদ। অস্ট্রেলিয়ার ডেনিয়েল রিপাকোলির কাছে স্বর্ণ হাতছাড়া হলেও শাকিল পেছনে ফেলেছেন ভারতের ওম মিত্তাভালকে।

অস্ট্রেলিয়ার বেলমন্ট শ্যুটিং সেন্টারে স্বাগতিকদের স্বর্ণ উপহার দেন ড্যানিয়েল রিপাকোলি। তার স্কোর ছিলো ২২৭ দশমিক ২। ৭ দশমিক ৭ স্কোরে পিছিয়ে থেকে রৌপ্য জয় নিশ্চিত করেন শাকিল আহমেদ। ২২০ দশমিক ৫ পয়েন্ট ছিলো খুলনার এ কৃতি শ্যুটারের। শেষ দিকে দুই বাজে শটে পিছিয়ে পড়েন ভারতের ওম প্রকাশ মিত্তাভাল। ২০১ দশমিক ১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মিত্তাভাল। এসএ গেমসে স্বর্ণপদক জয়ী এই শ্যুটার শাকিলের চেয়ে যা পিছিয়ে ছিলেন ১৯ দশমিক ৪ পয়েন্ট। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টেও ফাইনাল নিশ্চিত করেছিলেন শাকিল। পদক জেতা হয়নি, ষষ্ঠস্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিলো।

Exit mobile version