Site icon Jamuna Television

সাতক্ষীরায় বিরল প্রজাতির রাজহংসী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা:

বাংলাদেশে প্রথমবারের মতো উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির একটি রাজহংসী। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে পাখিটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ইয়ারব হোসেন বলেন, সকালে মোহনপুর গ্রামের নৌখালে পাখিটি উড়ে এসে পড়ে। পরে গ্রামের এক ছেলে পাখিটি আটক করে। বিষয়টি সেভ ওয়াইল্ড লাইফের স্বেচ্ছাসেবকদের জানালে তারা দ্রুত এসে গ্রামবাসীদের কাছ থেকে বিরল প্রজাতির এই পাখিটি উদ্ধার করে।

সেভ ওয়াইল্ড লাইফ টিমের সভাপতি ইমরান হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাখিটি উদ্ধার করা হয়েছে। পরে আমরা জানতে পারি এটি বিরল প্রজাতির রাজহংসী পাখি। পাখিটি উদ্ধারের পর বিজিবি থেকে আমাদের জানানো হয়েছে পাচারকারী চক্র সীমান্ত দিয়ে এটি ভারতে পাচার করছিল। একটি অভিযানে পাখিটি উদ্ধার করা হয়। পরে সেটি তাদের ক্যাম্প থেকে উড়ে গেছে। একই প্রজাতির আরও একটি পাখি বিজিবির কাছে রয়েছে। পরে পাখিটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে, এ বিষয়ে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কয়েকদিন আগে সীমান্তে বিজিবির অভিযানে পাচারের সময় দু’টি পাখি উদ্ধার করা হয়। ক্যাম্প থেকে একটি পাখি উড়ে চলে যায়। পাখি উদ্ধারের বিষয়টি জানার পর সেভ ওয়াইল্ড লাইফ টিমের সাথে যোগাযোগ করা হলে তারা পাখিটি আমাদের কাছে হস্তান্তর করেছে।

এ বিষয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরির্দশক আব্দুলাহ সাদিক জানান, পাখিটি বাংলাদেশে প্রথম দেখা গেলো। এটির নাম রাজহংসী। পাখিটি সাইপ্রাস থেকে আসতে পারে। তবে পাখিটি সেখান থেকে বাংলাদেশে কীভাবে আসলো জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব।

জেডআই/

Exit mobile version