Site icon Jamuna Television

লতা মঙ্গেশকরের মরদেহে শাহরুখ-শচীনের শ্রদ্ধা (ভিডিও)

ছবি: সংগৃহীত।

ভারতের মুম্বাইয়ের শিবাজি পার্কে প্রয়াত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেতা শাহরুখ খান ও ক্রিকেটার শচীন টেন্ডুলকার। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

রোববার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ৬টা ১২’র সময় শাহরুখ ও ৬টা ১৭’র সময় শচীন শিবাজি পার্কে পৌঁছান। পরে আনুমানিক সাতটার দিকে তার শেষ শৃদ্ধা জানান।

শচীন টেন্ডুলকার লতাকে’মা’ বলে সম্বোধন করতেন। প্রয়াত এ কণ্ঠশিল্পীর কোটি কোটি ভক্তের মধ্যে অন্যতম শচীন। এই গায়িকারও ঘনিষ্ট ছিলেন শচীন। শ্রদ্ধা জানিয়েছেন আমির খান, রনবীর কাপুরও।

উল্লেখ্য, রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ৯২ বছর বয়সী এই শিল্পী। এর আগে শনিবার সকালেই শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে দিতে হয় তাকে। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা ভারত।

Exit mobile version