Site icon Jamuna Television

পাবনা জেলা জামায়াতের আমিরসহ আটক ৫

পাবনা প্রতিনিধি:

পাবনা দারুল আমান ট্রাস্টে গোপন বৈঠক করার সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেবসহ পাঁচ জামায়াত নেতাকে আটক করেছে পাবনার ডিবি পুলিশ।

আজ রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃত অন্যান্যরা হলেন- পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস শাকুর ও শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম।

পাবনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারবিরোধী গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে পু‌ড়ে ছাই ইউনিয়ন আওয়ামী লীগের অফিসসহ ২০ দোকান-ঘর

জেডআই/

Exit mobile version