Site icon Jamuna Television

নিজের পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) নিহত চারজনের মধ্যে একজন শিশু রয়েছে।

ডেইলি সান’র প্রতিবেদনে বলা হয়, ডালাস থেকে ৮০ কিলোমিটার দূরে রাতের বেলা গুলি চালানোর খবর পাওয়া যায়। পরে কর্সিকানার ৩২ কিলোমিটার দূরের ফ্রস্ট এলাকাতেও গুলি চালানোর ব্যাপারে জানা যায়।

উভয় স্থানে ৪১ বছর বয়সী কেভিন মিলাজো’কে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি তার ৬৮ বছর বয়সী সৎবাবা উইলিয়াম এবং ৬১ বছরের মা কন্নি মিমস’কে গুলি করে হত্যা করেছেন। নিশানায় পড়া আরও দু’জন হলেন কেভিন মিলাজোর ২১ বছরের ছেলে জসুয়া মিলাজো এবং মাত্র চার বছরের হান্টার ফ্রিম্যান।

পৃথক দুই স্থানে কেভিন মিলাজো গুলি চালানোর ঘটনায় তিনজন আহত হয়েছেন। তার মধ্যে দু’জন আহত হয়েছেন প্রথম ঘটনায় এবং অপরজন আহত হয়েছেন কেভিন মিলাজো আত্মহত্যা করার সময়।

/এনএএস

Exit mobile version