Site icon Jamuna Television

সালাহ’র মিশরকে হারিয়ে চ্যাম্পিয়ন মানের সেনেগাল

ছবি: সংগৃহীত

সালাহ’র মিশরের এক যুগের অপেক্ষা বাড়িয়ে প্রথমবারের মতো শিরোপা জিতলো সাদিও মানের সেনেগাল। নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়া ম্যাচে টাইব্রেকারে ৪-২ গোলের জয় তুলে নেয় মানের দল।

নকআউট পর্ব থেকে টানা চার ম্যাচে টাইব্রেকারের মুখোমুখি সালাহ’র মিশর। আগের তিন ম্যাচে হাসিমুখে মাঠ ছাড়লেও এবার আর পারেনি মিশর। পুরো ম্যাচজুড়ে নান্দনিক ফুটবল খেলেছে সেনেগাল। একের পর এক আক্রমণ হানে দলটি। বিপরীতে রক্ষণেই ব্যস্ত ছিল মিশর।

কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়া ছাড়া ম্যাচের নির্ধারিত সময়ে সবকিছুই করেছে সাদিও মানের দল। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারতো সেনেগাল। মানের বুলেট গতির শট ঠেকিয়ে সে যাত্রায় মিশরকে রক্ষা করেন গোলরক্ষক আবু গাবাল। অবশ্য টাইব্রেকারে মানের গোলেই জয়ের উল্লাসে ভাসে দলটি।

/এনএএস

Exit mobile version