Site icon Jamuna Television

শীতে পা ও জুতার দুর্গন্ধ দূর করার সহজ উপায়

ছবি: সংগৃহীত

জুতা পরা অবস্থায় অনেকেরই পা ঘামে। পায়ের ত্বকে থাকা হাজারো জীবাণু ঘর্মাক্ত পায়ের স্যাঁতসেঁতে পরিবেশে এসব নিঃসরণ গ্রহণ করে নানা উচ্ছিষ্ট তৈরি করে। এগুলোর মধ্যে ‘আইসোভ্যালেরিক অ্যাসিড’ নামে একধরনের ফ্যাটি অ্যাসিড অন্যতম। এজন্যই পায়ে দুর্গন্ধ হয়।

সহজ কিছু কৌশল অবলম্বন করলে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়।

আসুন জেনে নেয়া যাক পায়ের দুর্গন্ধ প্রতিরোধের উপায়:

আরও পড়ুন: যেসব খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

সাধারণ ঠান্ডা-জ্বর নাকি ওমিক্রন, কীভাবে বুঝবেন?

শীতে ঘি খাচ্ছেন খুব, জানেন তাতে কী হচ্ছে?

/এনএএস

Exit mobile version