Site icon Jamuna Television

৮২ বছরের স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করলো ৭৮ বছরের স্ত্রী

প্রতীকী ছবি

গণেশ নারায়ণ শুক্লা (৮২), ভারতের উত্তরপ্রদেশের কানপুরের চাকেরি এলাকার বাসিন্দা। লাঠি ছাড়া চলতে পারেন না এই বৃদ্ধ। যৌতুকের টাকা না দেয়ায় ৭৮ বছর বয়সী স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, স্বামী, জামাইসহ মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই বৃদ্ধা। তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে বলে দাবি তার। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ যৌতুকবিরোধী আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

গণেশের সন্তান রজনীশ জানিয়েছেন, তার মা কোনো আত্মীয়ের প্রভাবেই এমন কাণ্ড ঘটিয়েছেন। তার কথায়, আমার বাবা অবাক হয়ে গিয়েছেন যে তার বিরুদ্ধে যৌতুকবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।

প্রতিবেশীদের বক্তব্য, গণেশ লাঠি ছাড়া চলতে পারেন না। সেই গণেশের বিরুদ্ধে এমন মামলা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

গণেশের আইনজীবী শিবেন্দ্রকুমার পাণ্ডের দাবি, এক্ষেত্রে যৌতুকবিরোধী আইনের অপব্যবহার করা হয়েছে। তিনি বলেন, বিয়ের এত বছর পর যৌতুক নিয়ে অভিযোগ তোলার কোনো মানে হয় না। বর্তমানে বিষয়টি বিচারাধীন। এই সমস্যা যাতে সমঝোতার মাধ্যমেই মেটে তার চেষ্টা চলছে।

/এনএএস

Exit mobile version