Site icon Jamuna Television

জাপানি মায়ের শিশুদের বিষয়ে চূড়ান্ত শুনানি আজ

আলোচিত জাপানি মায়ের দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার কাস্টডি নিয়ে জাপানি নাগরিক ডা. এরিকো নাকানো ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের করা মামলার চূড়ান্ত শুনানি আজ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে গত বুধবার দুই শিশুকে মায়ের কাছে নিতে আপিল আবেদন করা হয়। এজন্য এ বিষয়ে শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আপিল বিভাগের আদালত।

গত বছরের ফেব্রুয়ারিতে ওই ২ শিশুকে জাপান থেকে বাংলাদেশে নিয়ে আসেন তাদের বাবা। এরিকোর একটি রিট পিটিশনের রায়ে গত ২১ নভেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন, জেসমিন এবং লায়লা তাদের বাবা ইমরান শরীফের সঙ্গে থাকবে। আর মা এরিকো বছরে ৩ বার তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন।

/এডব্লিউ

Exit mobile version