Site icon Jamuna Television

পুতিনের সাথে বৈঠকে ইউক্রেন সমস্যার ঐতিহাসিক সমাধানের আশ্বাস ম্যাকরনের

ছবি: সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধ এড়ানো সম্ভব বলে মনে করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। সেই লক্ষ্যে মস্কো সফরে গিয়েছেন তিনি। যাওয়ার আগে তিনি বলেন, ইউক্রেন সংকটে পুতিনের সাথে বৈঠকে একটি ঐতিহাসিক সমাধান বের হবে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৭ ফেব্রুয়ারি) রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসবেন ইমানুয়েল ম্যাকরন। তার আগে ইউরোপীয় দেশগুলোর সুরক্ষা ও রাশিয়াকে শান্ত করতে ‘নতুন একটি ভারসাম্যের’ কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি ইউক্রেন উত্তেজনা এবং নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে মস্কোর দাবি নিয়ে ফোনালাপ করেছেন ম্যাকরন ও পুতিন। মস্কো জানায়, এ দুই নেতা ‘সার্বিক ইউক্রেন পরিস্থিতি’ এবং ‘দীর্ঘ-মেয়াদি’ নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে রাশিয়ার দাবি নিয়ে আলোচনা করেন। এ সময় পুতিন ‘কিয়েভ নেতৃত্বের উস্কানিমূলক বিভিন্ন বিবৃতি ও পদক্ষেপের ব্যাপারে মনোযোগ আকর্ষণ করেন।

ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া এমন অভিযোগ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। এর জবাবে ইউরোপে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই সিধান্তের নিন্দা জানিয়েছে রাশিয়া।

/এনএএস

Exit mobile version