Site icon Jamuna Television

দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা

ছবি: সংগৃহীত

অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এদিন অ্যাথলেটিকোর বিপক্ষে যেনো দলগত বার্সার দেখা মিললো।

ম্যাচের ৮ মিনিটে কারাসকোর গোলে লিড নেয় অ্যাথলেটিকো। অবশ্য জর্ডি আলবার গোলে ২ মিনিটের মাথায় সমতায় ফেরে বার্সা। এরপর ২১ মিনিটে গাভি, ৪৩ মিনিটে রোনাল্ড ফেডরিকোর আর ৪৯ মিনিটে দানি আলভেজ গোল করলে বড় জয় নিশ্চিত হয়ে যায় বার্সার।

৫৮ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান কমায় অথলেটিকো মাদ্রিদ। ৬৯ মিনিটে দানি আলভেস লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। তাতেও অবশ্য পরাজয় এড়াতে পারেনি অ্যাটলেটিকো। এই জয়ে টেবিলের চারে উঠেছে বার্সেলোনা।

ইউএইচ/

Exit mobile version