Site icon Jamuna Television

‘কোটা নিয়ে আন্দোলনকারীদের নির্যাতন করছে ছাত্রলীগ’

কোটা সংস্কার আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকারের মন্ত্রীরা অসংযত কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমদে। দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জবাবদিহিতা নেই বলেই লাগামহীন বক্তব্য দিচ্ছে সরকার। অভিযোগ করেন, কোটা নিয়ে আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালাচ্ছে ছাত্রলীগ।

সংবাদ সম্মেলনে, খালেদা জিয়াকে নিয়ে অশুভ পরিকল্পনা হচ্ছে উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, কারাগারের পরিবেশের কারণে খালেদা জিয়াকে বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। চেয়ারপারসনের মুক্তির পরই বিএনপি নির্বাচনে যাবে বলেন জানান বিএনপির এই নেতা।

Exit mobile version