Site icon Jamuna Television

জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

লা লিগায় গ্রানাডাকে হারিয়ে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ। দারুণ নৈপুণ্যে দেখিয়ে দলের মুখে হাসি ফোটালেন মার্কো আসেনসিও।

রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে লা লিগার ম্যাচে গ্রানাডাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। পয়েন্ট টেবিলে সেভিয়ার চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেলো রিয়াল।

আসরে প্রথম দেখায় গত নভেম্বরে গ্রানাডার মাঠে ৪-১ গোলে জিতেছিল রিয়াল। প্রথম ২০ মিনিটে রিয়াল ৭৫ শতাংশ বল দখলে রাখলেও আক্রমণে তেমন সফলতা দেখাতে পারছিল না তারা। এই সময়ে গোলের উদ্দেশে কোনো শটই নিতে পারেনি দলটি।

৪৩ মিনিটে দারুণ একটি সুযোগ পায় রিয়াল। তবে আসেনসিওর বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক লুইস মাক্সিমিয়ানো। ৬১ মিনিটে আসেনসিওর আরেকটি শটও ঠেকিয়ে দেন মাক্সিমিয়ানো। দফায় দফায় আক্রমণ ভেস্তে যাওয়ার পর এদের মিলিতাও ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের একজনের থেকে বল কেড়ে আরেকটু পেছনে আসেনসিওকে বাড়ান। জায়গা বানিয়ে প্রায় ২০ গজ দূর থেকে শটে দলকে এগিয়ে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ১০ মিনিট পর আরেকটি দারুণ সুযোগ তৈরি করেন আসেনসিও। তবে এবার তার শটটি ঝাঁপিয়ে ঠেকাতে ভুল করেননি ম্যাচজুড়ে ব্যস্ত সময় কাটানো মাক্সিমিয়ানো।

২৩ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন রিয়াল। সেভিয়ার পয়েন্ট ৪৭। তিন নম্বরে রিয়াল বেতিসের পয়েন্ট ৪০।

ইউএইচ/

Exit mobile version