Site icon Jamuna Television

খাগড়াছড়িতে কেন্দ্রের বাইরে ধীরগতি, ভেতরে সিল মারার হিড়িক

স্টাফ করেসপনডেন্ট:

৭ম ধাপের ইউপি নির্বাচনে খাগড়াছড়িতে পানছড়ি উপজেলার ৫ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। কয়েকটি কেন্দ্রের বাইরে ভোটারদের ধীরগতি দেখা গেলেও ভিতরে চলছে সিল মারার হিড়িক।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে আ’লীগসহ স্বতন্ত্র ২৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত মেম্বার পদে ১শ’ ৯৯ জন প্রার্থী লড়ছেন।

এদিকে ৫ ইউনিয়নের অধিকাংশ দুর্গম কেন্দ্রে এজেন্ট দিতে না পারার অভিযোগ করেছেন আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। তবে উপজেলা সদরে ভিন্ন চিত্র। কিছু কিছু কেন্দ্রে ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ব্যালটে সিল মারতে দেখা গেছে। পানছড়ি সদর ইউনিয়নের পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের পোলিং এজেন্টদের সামনে চেয়ারম্যান প্রার্থী নাজির হোসেনের সমর্থকদের নৌকায় সিল দিতে দেখা গেছে।

এছাড়াও লতিবান ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী কিরণ ত্রিপুরা দুপুর ১২টায় অভিযোগ করে বলেন, আঞ্চলিক দল সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকিতে ভিন্ন কেন্দ্রে এজেন্ট যেতে পারছে না।

পানছড়ির উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রিকল চাকমা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে ২ জন জুডিশিয়াল ও ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। কেন্দ্র ভিত্তিক পুলিশ আনসারের পাশাপাশি বিজিবি, র‌্যাব, পুলিশ সদস্যদের টহল রয়েছে। ভৌগোলিক অবস্থা বিবেচনায় সেনাবাহিনী রয়েছে। কোনো অনিয়মের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version