Site icon Jamuna Television

সাবেক পাক প্রেসিডেন্টের থেকে ১০ কোটি রুপি নিয়েছিলেন ঐশ্বরিয়া!

ছবি: সংগৃহীত।

ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনকে ঘিরে কম বিতর্ক শোনা যায় না। সালমান খানসহ একাধিক প্রেমিক নিয়ে গুঞ্জন তো আছেই, এক সময় শোনা গিয়েছিল বর্তমান শ্বশুর অমিতাভ বচ্চনের সাথেও সম্পর্কে ছিলেন তিনি। তবে বড়সড় আরও একটি গুঞ্জন ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। তিনি নাকি সাবেক পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির কাছ থেকে ১০ কোটি রুপি নিয়েছিলেন! খবর আনন্দবাজার পত্রিকার।

এই গুঞ্জনটি প্রথম শুরু করেন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদ। ২০০৮ সালে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চ্যাট শোয়ে মাসুদ দাবি করেন, প্রেসিডেন্টের দায়িত্বে থাকা অবস্থায় নিজের বাসভবনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে নাচের পারর্ফমেন্স করতে ঐশ্বরিয়াকে ১০ কোটি রুপি দিয়েছিলেন আসিফ আলি জারদারি।

আরও পড়ুন: নিপুনের পদ ও জায়েদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট

এরপরই বিষয়টি নিয়ে ওঠে তুমুল বিতর্ক। এ নিয়ে সেই সময় কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া। তবে শোনা যায়, মাসুদের এমন দাবিতে ভীষণ কষ্ট পান অভিনেত্রী। অবশ্য মাসুদও নিজের এ দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। তার দাবি ছিল, সাবেক প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক সূত্রের তরফে এমন খবর তার কাছে পৌঁছেছে। তবে ওই অনুষ্ঠানের কোনো ভিডিও ফুটেজ বা প্রত্যক্ষদর্শীর নাম বলতে পারেননি তিনি।

এসজেড/

Exit mobile version