Site icon Jamuna Television

বিপিএল শেষ তাসকিনের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি অংশ থেকে ছিটকে গেলেন পেসার তাসকিন আহমেদ। পিঠের ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সিলেট সানরাইজার্সের এ তারকা পেসার।

তাসকিনের খবরটি নিশ্চিত করে সিলেট সানরাইজার্সের কর্মকর্তারা জানান, টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবেন না ফর্মের এই পেসার। একইসাথে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও তাসকিনের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতেই বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বিপিএলে সিলেটের হয়ে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি তাসকিন। এবারের আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দু’টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

Exit mobile version